Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

 

ক) রেল লাইনের দুধারে তাল ও খেজুর বাগান সৃজনে রেল কর্তৃপক্ষের সম্মতি আদায়।

খ) পূনঃবনায়ন করাসহ সামাজিক বনায়ন বেগবান করা।

গ) সুফল প্রকল্পের আওতায় শালের সহযোগী প্রজাতি ফিরিয়ে আনা, বৃক্ষহীন বনভূমিতে মিশ্র প্রজাতির বাগান সৃজন করা।

ঘ) জবরদখলকৃত বনভুমি উদ্ধার করে দ্রুত বর্ধনশীল প্রজাতি দিয়ে অংশীদারিত্বমূলক বনায়ন করা।

ঙ) প্রজাতিবৈচিত্র্য নিশ্চিত করে বনজসম্পদ উন্নয়নের কাজকে আরও সফল করে গড়ে তোলা।

চ) বন্দোবস্তকৃত বনভূমির বন্দোবস্ত বাতিল করার প্রক্রিয়া চলমান রাখা।

ছ) জবরদখলকৃত বনভূমি উদ্ধার অভিযান অব্যাহত রাখা।

জ) অবৈধ করাত-কল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখা।

ঝ) নতুন অবকাঠামো তৈরী ও পুরাতন অবকাঠামো মেরামত করে সংরক্ষণ করা।

ঞ) ইকো-ট্যুরিজম কেন্দ্রসমূহ-সহ বনভূমি ও প্রান্তিক ভূমিতে দেশিয়, বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির বাগান, দ্রুত বর্ধনশীল প্রজাতির বাগান, স্ট্রিপ বাগান ও স্ট্যান্ড ইমপ্রুভমেন্ট বাগান সৃজনপূর্বক কার্বনের আধার তৈরিসহ প্রজাতিবৈচিত্র্য বৃদ্ধি করা এবং প্রকৃতি বান্ধব র্পযটন সুবিধাদি সম্প্রসারণ করে ইকো-ট্যুরিজম কেন্দ্রসমূহকে আকর্ষণীয় প্রকৃতি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের নিমিত্তে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা। 

ট) প্রাকৃতিক বন সংরক্ষন, প্রকৃতি বান্ধব পর্যটন উন্নয়ন, দূর্লভ প্রজাতির চারা উৎপাদন ও বাগান সৃজনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য বনকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা।