Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

 

ক) সামাজিক বনায়নের গাছ বিক্রয়লব্ধ লভ্যাংশ বিতরণ।

খ) জবরদখলকৃত বনভূমি জবরদখলকারীদের নিকট হতে উদ্ধার করে বনায়নের আওতায় আনয়ন।

গ) এনরিচমেন্ট বনায়ন, বৃক্ষহীন বনভুমিতে বনায়ন, চারা বিতরণ।

ঘ) ২য় ও ৩য় আবর্তকাল শেষে পুনঃবনায়ন।

ঙ) জবরদখলকৃত বনভূমি উদ্ধার।

চ) প্রস্তাবিত বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বনজ প্রতিবেশ সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প অনুমোদিত হলে বাস্তবায়ন।

ছ) সম্প্রসারণের জন্য বিলুপ্ত প্রায় উদ্ভিদ প্রজাতির চারা উত্তোলন ও রোপণ।

জ) উপকারভোগীদের মাঝে টেকসই বনজসম্পদ আহরণের বিষয়ে গণসচেতনতা সৃষ্টি।

ঝ) ) অবৈধ বিক্রয় ও পাচার এবং লোকালয়ে আসা বন্যপ্রাণী উদ্ধার।

ঞ) বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র বিষয়ে বনকর্মীর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন।

ট) রক্ষিত এলাকাসমূহের প্রচলিত আইন ও বিধি-বিধান এবং বন্যপ্রাণী সম্পর্কে সচেনতামূলক সভার আয়োজন।