ক) সামাজিক বনায়নের গাছ বিক্রয়লব্ধ লভ্যাংশ বিতরণ।
খ) জবরদখলকৃত বনভূমি জবরদখলকারীদের নিকট হতে উদ্ধার করে বনায়নের আওতায় আনয়ন।
গ) এনরিচমেন্ট বনায়ন, বৃক্ষহীন বনভুমিতে বনায়ন, চারা বিতরণ।
ঘ) ২য় ও ৩য় আবর্তকাল শেষে পুনঃবনায়ন।
ঙ) জবরদখলকৃত বনভূমি উদ্ধার।
চ) প্রস্তাবিত বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বনজ প্রতিবেশ সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প অনুমোদিত হলে বাস্তবায়ন।
ছ) সম্প্রসারণের জন্য বিলুপ্ত প্রায় উদ্ভিদ প্রজাতির চারা উত্তোলন ও রোপণ।
জ) উপকারভোগীদের মাঝে টেকসই বনজসম্পদ আহরণের বিষয়ে গণসচেতনতা সৃষ্টি।
ঝ) ) অবৈধ বিক্রয় ও পাচার এবং লোকালয়ে আসা বন্যপ্রাণী উদ্ধার।
ঞ) বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র বিষয়ে বনকর্মীর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন।
ট) রক্ষিত এলাকাসমূহের প্রচলিত আইন ও বিধি-বিধান এবং বন্যপ্রাণী সম্পর্কে সচেনতামূলক সভার আয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS