১. করাত কলের লাইসেন্স প্রদান
২. উপকারভোগীদের মধ্যে সামাজিক বনায়নের লভ্যাংশ বিতরন
৩. বেসরকারি ব্যক্তি বা সংস্থার জমি হতে গাছ কর্তণের অনুমতি প্রদান
৪. ফার্নিচার মার্ট/বনজদ্রব্য ডিপো স্থাপনের লাইসেন্স প্রদান
সহকারী বন সংরক্ষক, পঞ্চগড় জেলা এবং সংশ্লিষ্ট রেঞ্জ/ভারপ্রাপ্ত/বিট কর্মকর্তা (রেঞ্জ কর্মকর্তা, দেবিগঞ্জ রেঞ্জ ; ভারপ্রাপ্ত কর্মকর্তা, পঞ্চগড় এসএফএনটিসি ও তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা এসএফপিসি এবং বিট কর্মকর্তা, বটতলী/বদেশ্বরী/তেঁতুলিয়া বিট ) বা সরাসরি বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, দিনাজপুর এর দপ্তরে আবেদন করার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেবাগ্রহণকারীকে সেবাটি প্রদান করা হয়।